• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঈদে দিঘীর ‘আউলা ঝাউলা’!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২, ১১:১৫ এএম
ঈদে  দিঘীর ‘আউলা ঝাউলা’!

আবারও মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নবীন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। গানটির শিরোনাম ‘আউলা ঝাউলা’। নৃত্যনির্ভর এই মিউজিক ভিডিওটি রোজার ঈদে আরটিভিতে প্রচার হবে, এ ছাড়া পাওয়া যাবে ইউটিউব চ্যানেলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দীঘি বলেন, “কাজটি আমার কাছে ব্যতিক্রম লেগেছে। মিউজিক ভিডিও নয়, মনে হচ্ছিল যেন সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদি।”
এর আগে গত বছর ‘হোটো পে নাম তেরা’ শিরোনামের একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন দীঘি।

গানটি সুর ও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। গীতিকার মিজানুর রহমানের লেখা গানটিতে কন্ঠ দিয়েছেন আরটিভির বাংলার গায়েনের শিল্পী লাবনী। ভিডিও নির্মাণ করেছেন উজ্জল রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান।

 

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!