ঈদুল আজহায় মুক্তি পাবে না কোনো সিনেমা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৯, ২০২১, ১২:৪৩ পিএম
ঈদুল আজহায় মুক্তি পাবে না কোনো সিনেমা

করোনা সংক্রমণের জেরে গেল তিন ঈদে মুক্তি পায়নি কোনো সিনেমা। আসছে ঈদুল আজহায়ও কোনো সিনেমা মুক্তি পাওয়ার সম্ভবানা নেই। 

২৭ জুন মন্ত্রীপরিষদ বিভাগের দেয়া প্রজ্ঞাপনে সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখার কথা বলা হয়েছে। ১ জুলাই থেকে আরও কঠোর লকডাউন জারি হবে সারাদেশে। এমন পরিস্থিতিতে সিনেমা মুক্তি না পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ সিনেমা হল বন্ধ থাকবে। 

এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ বলেন, “সরকার হল বন্ধ রাখতে বললে তো আর কথা নেই, হল বন্ধ থাকবে। কিন্তু খোলা রাখা গেলে প্রযোজকদের সিনেমা দিতে হবে। প্রযোজকরা এই সময়ে সিনেমা দেবেন কি না, সেটা তাদের ব্যাপার। তারা সিনেমা দিলে আমরা হল অবশ্যই খোলা রাখব।”

এদিকে বেশ কয়েকটি সিনেমা ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এমন পরিস্থিতিতে সিনেমা হল খোলা থাকলেও প্রযোজকরা সিনেমা মুক্তি দিতে চাইছেন না। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!