মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। রোববার (৩ অক্টোবর) তাকে নারকোটিকস বিভাগের কর্তারা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হয়। এদিকে আরিয়ানের গ্রেপ্তারের খবর শুনে শাহরুখ খানের বাসায় ছুটে গেলেন বলিউড ভাইজান সালমান খান।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, শাহরুখ খানের দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন সালমান খান। শাহরুখপুত্র আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর শাহরুখের বাড়ি ‘মন্নত’-এ ছুটে গেছেন সালমান।
রোববার রাতের দিকে চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়েন সালমান। সাদা রঙের রেঞ্জ রোভার গাড়িতে চালকের পাশের আসনে বসে আসেন তিনি। একটি কালো রঙের টি-শার্ট পরেছিলেন, মাথায় ছিল টুপি। কারও সঙ্গে কোনো কথা না বলেই সোজা ভেতরে ঢুকে যান তিনি।
‘করন অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও সালমান। পেশাগত বন্ধুত্বের পাশাপাশি তাদের পারিবারিক সম্পর্কও বহু দিনের। তাই সব কাজ ফেলেই ছুটে এসেছেন শাহরুখ-গৌরীর পাশে দাঁড়াতে।
শনিবার একটি প্রমোদতরিতে চলা মাদক পার্টি থেকে আরিয়ানকে আটক করে দেশটির নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দীর্ঘ জেরার পর মাদক সেবনের কথা স্বীকার করেন আরিয়ান। এরপরেই গ্রেপ্তারর করা হয় তাকে। আদালত সোমবার পর্যন্ত আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
সম্প্রতি ২৩-এ পা দিয়েছেন আরিয়ান। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তাদের কাছে আগে থেকেই খবর ছিল এই রেভ পার্টির। সেই মতোই ব্যবস্থা নিয়েছিলেন তারা। রীতিমতো ফিল্মি কায়দায় চলে গোটা অপারেশন।
সাধারণ যাত্রীর বেশ ধরেই ক্রুজে চাপেন গোয়েন্দারা। পার্টি চালু হতেই আসল রূপে আসেন তারা। গ্রেপ্তার হন ১০ জন। যাদের মধ্যে অন্যতম নাম আরিয়ান খান।