মাদক মামলায় গ্রেপ্তার হলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আজ রোববার তাকে নারকোটিক্স বিভাগের কর্তারা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হয়।
জানা গেছে, বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ানকে গ্রেফতার করেছে এনসিবি। তিনি জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
একটি রেভ পার্টি থেকে তাকে আটক করেছে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। শনিবার রাতে মাঝ সমুদ্রে একটি ক্রুজে চলছিল রেভ পার্টি। সেখানেই নাকি উপস্থিত ছিলেন শাহরুখের বড় ছেলে আরিয়ান। সম্প্রতি ২৩-এ পা দিয়েছেন তিনি। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তাদের কাছে আগে থেকেই খবর ছিল এই রেভ পার্টির। সেই মতোই ব্যবস্থা নিয়েছিলেন তারা। রীতিমতো ফিল্মি কায়দায় চলে গোটা অপারেশন।
সাধারন যাত্রীর বেশ ধরেই ক্রুজে চাপেন গোয়েন্দারা। পার্টি চালু হতেই আসল রূপে আসেন তারা। গ্রেফতার হন ১০ জন। যাদের মাধ্যে অন্যতম নাম আরিয়ান খান।