দীর্ঘ ১৫ বছরের বিবাহিত সম্পর্কের ইতি টানলেন আমির খান ও কিরণ রাও দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছেন তারা।
বিবৃতিতে লেখা হয়েছে, “১৫টি সুন্দর বছর একসঙ্গে আমরা আনন্দ ভাগ করে নিয়েছি এবং আমাদের সম্পর্ক এগিয়ে গেছে বিশ্বাস, শ্রদ্ধা ভালবাসায়। এখন আমরা আমাদের জীবনে নতুন একটি অধ্যায় শুরু করতে চাই- স্বামী-স্ত্রী হিসেবে আর নয়, একে অপরের সহকারী এবং পরিবার হিসেবে। আমরা কিছুক্ষণ আগে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এরপর আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা আমাদের ছেলে আজাদের প্রতি অনুগত বাবা-মা হিসেবে থাকব। সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য প্রকল্পগুলোর সহযোগী হিসেবে কাজ চালিয়ে যাব।”
তারা আরও লেখেন, “আমাদের সম্পর্কের ছেদের বিষয়টি আশা করি আমাদের পরিবার ও বন্ধুরা বুঝতে পারবেন। তাদের ধন্যবাদ জানাই সব সময় আমাদের সাপোর্ট করার জন্য। তাদের ছাড়া আমাদের এই পদক্ষেপ নেয়া সম্ভব হতো না। আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আমাদের মতো আপনারাও এই বিচ্ছেদকে শেষ হিসেবে নয় বরং নতুন যাত্রার সূচনা হিসেবে দেখবেন।"
এই নিয়ে দ্বিতীয়বারের মতো ঘর ভাঙল আমির খানের। ৫৬ বছর বয়সী অভিনেতা আমির খান প্রথম বিয়ে করেন ১৯৮৬ সালে রীনা দত্তকে। সেই ঘর ভাঙে ২০০২ সালে। ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরন রাওকে। আমিরের তিন সন্তান জুনায়েদ খান ও ইরা খান তার প্রথম ঘরের এবং আজাদ রাও খান তার দ্বিতীয় ঘরের সন্তান।