আসছে ঈদে দেশের জনপ্রিয় দুই তারকা মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরীর দ্বৈত কন্ঠে শোনা যাবে নতুন একটি গান।
আইপিডিসি আয়োজিত সংগীতের আসর ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের জন্য এবার তাদের কন্ঠে শোনা যাবে হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’। গতবারের মত এই গানটিরও সংগীতায়োজন করেছেন দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী পার্থ বড়ূয়া।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিগুলোতে এই জুটির পোশাক ও সাজসজ্জায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে৷ শেষবার নন্দিত এই দুই অভিনয় ও কন্ঠশিল্পীকে 'সর্বত মঙ্গল রাঁধে' গানে এমন রূপে দেখা গিয়েছিল, যে গানটি প্রকাশিত হওয়া মাত্রই উঠেছিল আলোচনার ঝড়।
তবে সবকিছু ছাপিয়ে গানটি উঠে আসে দর্শক-শ্রোতাদের পছন্দের শীর্ষে। এই গানটির মাধ্যমে মূলত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পাওয়া এই দুই তারকা হয়ে উঠেছেন দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত গানের জুটি।