• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

অলিম্পিকে পদকজয়ী সিন্ধুর বায়োপিকে দীপিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৩:৫৩ পিএম
অলিম্পিকে পদকজয়ী সিন্ধুর  বায়োপিকে দীপিকা

অলিম্পিক পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুর বায়োপিক নির্মিত হচ্ছে বলিউডে। শোনা যাচ্ছে, তার চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ইনস্টাগ্রামে একটি মেকআপবিহীন সেলফি শেয়ার করেন দীপিকা। এই ছবিটি ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কিছুদিন আগেই অলিম্পিকে পদকজয়ী ভারতের ব্যাডমিন্টন খেলোয়ার পি ভি সিন্ধুর সঙ্গে ডিনার করেছেন দীপিকা এবং রণবীর সিং। সোশ্যাল সাইটে সেই ছবিও শেয়ার করেছেন এই দম্পতি। শিগগিরই পি ভি সিন্ধুর বায়োপিকের শুটিং শুরু হতে পারে রণবীর-দীপিকা এবং সিন্ধুর কথাবার্তা দেখে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

সব সময়ই মেকআপে ধরা দিলেও পি ভি সিন্ধু ক্রীড়াবিদ হওয়ায় এ বায়োপিকে মেকআপ ছাড়াই দেখা যাবে দীপিকাকে। তবে এ বিষয়ে এখনো কোনো অফিশিয়ালি ঘোষণা আসেনি। দীপিকা বা পি ভি সিন্ধুও এ বিষয়ে কথা বলেননি। তবে বলিউডে জোর গুঞ্জন পি ভি সিন্ধুর বায়োপিকে দেখা যাবে দীপিকাকে!

এদিকে দীপিকা ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন। সিদ্ধার্থ আনন্দ নির্মিত সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাকে। একই নির্মাতার ‘ফাইটার’ সিনেমাতেও অভিনয় করতে যাচ্ছেন দীপিকা।

Link copied!