যুক্তরাষ্ট্রের একটি শুটিং স্পটে হলিউড সিনেমার দৃশ্য ধারণকালে অভিনেতার গুলিতে মারা গেছেন চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রাহক। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিনেমাটির পরিচালকও।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি শুটিং স্পটে এই দুর্ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
নিহত চিত্রগ্রাহক হ্যালেনা হটচিনস (৪২) ইউক্রেনের বাসিন্দা। তিনি সাংবাদিকতা ও চলচ্চিত্র নিয়ে পড়াশুনা করেছেন। আহত পরিচালক জোল সুজাকে স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুটিং স্পটটিতে ‘রাস্ট’ নামের একটি হলিউড সিনেমার দৃশ্য ধারণ করা হচ্ছিল। গোলাগুলির একটি দৃশ্যে অভিনয় করছিলেন জনপ্রিয় অভিনেতা অ্যালেক বল্ডউইন। শুটিং চলাকালে তার হাতে থাকা একটি নকল বন্দুক থেকে হঠাৎ আসল গুলি বেরিয়ে আসে। এতে হ্যালেনা ও জোল সুজার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে হ্যালেনাকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জোল সুজাকে ভর্তি করা হয় অন্য আরেকটি হাসপাতালে।
প্রতিবেদনে আরো বলা হয়, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে কীভাবে নকল বন্দুক থেকে আসল গুলি বেরিয়ে এল, কীভাবে সেই গুলি বা বন্দুক শুটিং সেটে ঢুকলো, কারা সেগুলো দেখভালের দায়িত্বে ছিলেন, সেসব তদন্ত করে দেখছে দেশটির পুলিশ।
এই ঘটনার পর থেকে চলচ্চিত্রটির শুটিং আপাতত বন্ধ রয়েছে। যার হাত থেকে গুলি বেরিয়েছে সেই অভিনেতা অ্যালেক বল্ডউইনকে থানার বাইরে দাঁড়িয়ে কাঁদতে দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
অ্যালেক বল্ডউইন এর আগে ‘মিশন ইম্পসিবল’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন।



































