• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

অনলাইনে অভিনয় শেখাবেন অক্ষয় কুমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০২:১৫ পিএম
অনলাইনে অভিনয় শেখাবেন অক্ষয় কুমার

অনলাইনে ক্লাস করাবেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অক্ষয় জানিয়েছেন, উৎসাহী শিল্পীদের জন্য একটি মাস্টারক্লাসের আয়োজন করবেন।

এছাড়া ইনস্টাগ্রামে আরও একটি ভিডিও শেয়ার করে অক্ষয় তার অভিনয় জীবন শুরুর দিকগুলোর কথা বলেন, কীভাবে তিনি অভিনয় প্রশিক্ষণ ছাড়াই নিজেকে ধীরে ধীরে তৈরি করেছিলেন।

ওই ভিডিওতে অক্ষয় বলেন, “আমি আমার মতো নিজেকে তৈরি করেছি—এটাই আমার মেথড এবং চারপাশের মানুষই আমার অভিনয়ের ইন্সপিরেশন ছিল। এক মিনিটের একটা চরিত্রে অভিনয় করেও সারাজীবন আপনি স্মরণীয় হতে পারেন সুতরাং আমি আজ আপনাদের সঙ্গে বলিউডে আমার ৩০ বছরের অভিনয় জীবনের অভিজ্ঞতা শেয়ার করব।”

তিনি আরও জানান, আমি যখন কাজ শুরু করি তখন অভিনয় শেখার এত সুযোগ ছিল না। কিন্তু এখন সময় বদলে গিয়েছে। এখন আপনারা আমার মাস্টারক্লাসে যোগ দিতে পারেন। আমার ৩০ বছরের অভিনয় জীবনের সাক্‌সেস এবং আনসাক্‌সেস থেকে শিক্ষা নিতে পারেন। 

Link copied!