• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন স্থগিত


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০১:২০ পিএম
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন স্থগিত

আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেট নির্বাচন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৯ জানুয়ারি) শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনও স্থগিত করা হয়।

এদিকে দুপুর ১২টার মধ্যে উপাচার্যের পদত্যাগের শর্ত জানিয়ে আন্দোলন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সময়ের মধ্যে পদত্যাগের দাবি মেনে না নিলে আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর আগে শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহারের জন্য মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু মামলা প্রত্যাহার না হওয়ায় নতুন এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
 
বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে রোববার (১৬ জানুয়ারি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় ভিসিকে উদ্ধার করতে এলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!