• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধুর জন্মদিনে জাবি ছাত্রলীগের নানা আয়োজন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ১২:৫০ পিএম
বঙ্গবন্ধুর জন্মদিনে জাবি ছাত্রলীগের নানা আয়োজন

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, জোবায়ের সরণি হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।

এরপর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটেন শাখা ছাত্রলীগের নেতারা। তারপর সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ হয়।

অন্যদিকে জোহরের নামাজের পর গেরুয়াসংলগ্ন দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ। সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জীবনীর ওপর ডকুমেন্টরি প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান সোহেল।

এদিকে বৃহস্পতিবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফানুস ওড়ানো হয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!