“বিভূতির অবশেষ থেকে হোক নব উন্মেষ” শিরোনামে ৬ দিনব্যাপী ‘নাট্য উৎসব-২০২২’ আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটরিয়াম)। ৬ থেকে ১১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংস্কৃতিক রাজধানী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমরা জাহাঙ্গীরনগর থিয়েটার নাট্যচর্চা করে যাচ্ছি।’
অনুষ্ঠানসূচি হলো: ৬ মার্চ র্যালি শেষে আরণ্যক নাট্যদলের পরিবেশনায় “কবর” নাটক, ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় “জল পলকের গান” নাটক, ৮ মার্চ জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় “বিচারপতি ঘুমিয়ে” নাটক ও ৯ মার্চ প্রাচ্যনাট্যের পরিবেশনায় “সার্কাস সার্কাস” নাটক মঞ্চায়িত হবে। এছাড়া ১০ মার্চ জাহাঙ্গীরনগর থিয়েটার ও বন্ধুরার অয়োজনে “মধ্যরাতের কবিতা ও গান” এবং ১১ মার্চ সংগঠনটির পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।’