• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাবি ও নোবিপ্রবিতে সশরীর ক্লাস-পরীক্ষা বন্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৮:৩৬ এএম
জাবি ও নোবিপ্রবিতে সশরীর ক্লাস-পরীক্ষা বন্ধ

চলমান করোনা পরিস্থিতির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবিতে) সশরীর ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১১টায় জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার সংবাদ প্রকাশকে এ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দেশব্যাপী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সশরীর ক্লাস-পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।

রাশেদা আখতার আরও বলেন, শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চুড়ান্ত পরীক্ষা ছাড়া ক্লাস, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনসহ অন্যান্য কার্যক্রম অনলাইনে চলমান থাকবে।

কোষাধ্যক্ষ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে। যাদের পরীক্ষার রুটিন হয়েছে তাদের নতুন করে রুটিন করতে হবে। তবে ৬ তারিখের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে পুনরায় সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো বিভাগের পরীক্ষা শেষ হয়ে শুধুমাত্র ভাইভা বাকি থাকলে সেটা অনলাইনে শেষ করা যাবে। এছাড়া লাইব্রেরি খোলা থাকবে। তবে ভেতরে বসে কেউ পড়তে পারবেন না। শুধু বই নেওয়া ও দেওয়া যাবে। অফিসগুলো সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত খোলা থাকবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

চলমান করোনা পরিস্থিতির কারণে নোবিপ্রবিতে সশরীরে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ ২১ জানুয়ারি,২০২২ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস ও পরীক্ষাসমূহ ২১ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাসগুলো সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সীমিত পরিসরে সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। জরুরি পরিষেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে।

এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর ও শিক্ষাবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সংবাদ প্রকাশকে বলেন, সশরীর ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে। আর বিভাগগুলো চাইলে শিক্ষক, শিক্ষার্থীদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অনলাইনে ক্লাস নিতে পারবেন।

Link copied!