• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চবিতে প্রতিবন্ধীদের জন্য ল্যাব সামগ্রী বিতরণ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৮:৩৩ পিএম
চবিতে প্রতিবন্ধীদের জন্য ল্যাব সামগ্রী বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থিত প্রতিবন্ধী ই লার্নিং সেন্টারে ল্যাব সামগ্রী উপহার দিয়েছে ‘বিএসআরএম স্টিলস লিমিটেড’।

রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

‘বিএসআরএম স্টিলস্ লিমিটেড’ এর পক্ষে এসব সামগ্রী হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির হেড অব সিএসআর তরিখুল কবির।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক কেএম মাহফুজুল হক, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আহছানুল হক, প্রতিবন্ধী কর্নারের ডেপুটি রেজিস্ট্রার শাহীন আখতার, বিএসআরএমের আরিফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম ও আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২১ এপ্রিল গ্রন্থাগারের প্রতিবন্ধী ই-লার্নিং সেন্টারের জানালা কেটে ১৪টি কম্পিউটার এবং ৪টির সিপিইউ চুরি হয়ে যায় এবং ৪টি সিপিইউ পরিত্যক্ত অবস্থায় লাইব্রেরির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে ক্ষতি পুষিয়ে নিয়ে ল্যাব পুনরায় সচল করার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ল্যাব পুনরায় সচল হওয়ায় অনুভূতি জানিয়ে প্রতিবন্ধী ছাত্র সমাজ চবির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, “প্রতিবন্ধী কর্নার থেকে চুরি হয়ে যাওয়া সামগ্রী বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রশাসন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এছাড়াও সার্বিক সহযোগিতার জন্য আমরা ‘বিএসআরএম স্টিলস্ লিমিটেড’ এর প্রতি কৃতজ্ঞ।”

এ বিষয়ে বিএসআরএমের হেড অব সিএসআর তরিখুল কবির বলেন, “আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ড হাতে নিয়ে থাকি। এরই অংশ হিসেবে আমরা চবি প্রতিবন্ধী কর্নারে ল্যাব সামগ্রী প্রদান করেছি। আমাদের এরকম সহযোগিতামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন গ্রন্থাগারের প্রতিবন্ধী কর্নার থেকে কিছু সামগ্রী চুরি হয়েছিল। ল্যাব পুনরায় সচল করার লক্ষ্যে এসব চুরি যাওয়া সামগ্রী বিএসআরএম আমাদের কাছে উপহার হিসেবে প্রদান করেছে। এসব সামগ্রী পাওয়ার পর ল্যাব পুনরায় সচল করা হয়েছে।”

প্রতিবন্ধীদের পড়ালেখার সুবিধার্থে সরকারের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অধীনে এনজিও সংস্থা ইপসা এ ই-লার্নিং সেন্টার তৈরি করে। ২০২০ সালে এখানে ১৪টি কম্পিউটার বসানো হয়। 
 

Link copied!