• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বাকৃবির বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করলেন উপাচার্য


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৮:৫৭ পিএম
বাকৃবির বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করলেন উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বাকৃবিতে অবস্থিত দেশের সবচেয়ে বেশি গাছের সংগ্রহশালা বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করেন। পরে সেখানে তিনি বৃক্ষরোপন করেন।

এসময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবি বোটানিক্যাল গার্ডেনের বোর্ড অব ম্যানেজমেন্টের সভাপতি অধ্যাপক ড. এ কে এম আজাদ-উদ-দৌলা প্রধান, সাবেক কিউরেটর অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, প্রফেসর ড. শাহানারা বেগম, কিউরেটর অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন, অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, অধ্যাপক ড. মো. মুনির হোসেন, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বোটানিক্যাল গার্ডেনের পট হাউস এবং ক্যাকটাস হাউস ঘুরে দেখেন। তিনি ক্যাকটাস হাউসে বিভিন্ন প্রজাতির বাহারি ক্যাকটাস দেখে মুগ্ধ হন। কিউরেটর অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন বোটানিক্যাল গার্ডেনের বৈচিত্র্যময় বৃক্ষ সম্পর্কে নবনিযুক্ত উপাচার্যকে অবহিত করেন এবং বোটানিক্যাল গার্ডেনের আরও সমৃদ্ধিতে তার সহযোগিতা কামনা করেন।

Link copied!