• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

‘শিক্ষকদের মানবিক গুণাবলী থাকা প্রয়োজন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০১:২৬ পিএম
‘শিক্ষকদের মানবিক গুণাবলী থাকা প্রয়োজন’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষকদের সবধরনের চারিত্রিক ও মানবিক গুণাবলী থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডা. দীপু মনি বলেন, “সব ধরনের চারিত্রিক ও মানবিক গুণাবলী থাকার প্রয়োজন শিক্ষকদের। সবার কাছেই শিখতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “কোন শিক্ষার্থী কত নম্বর পেল তা যেন মুখ্য না হয়। দেখতে হবে সে কতটা মূল্যবোধসম্পন্ন হয়ে গড়ে উঠছে।”

শিক্ষাখাতে বাজেট তা বৃদ্ধি পেয়েছে জানিয়ে ডা. দীপু মনি বলেন, “যে রূপান্তরের কথা আমরা বলছি, তাতে সবার দায়িত্ব পালন করতে হবে। ভালো কিছু চাইলে ভালো পরিবেশ লাগবে। এ জন্য শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার।”

Link copied!