• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ছুটি ছাড়া বিদেশে অবস্থান: ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৫:৩৬ পিএম
ছুটি ছাড়া বিদেশে অবস্থান: ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন

ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (আইবিএ) ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ট্রাইব্যুনাল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ মে) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ছুটি ছাড়া বিদেশে অবস্থান করাসংক্রান্ত বিষয় নিয়ে গঠিত আগের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দর্শন বিভাগের ওই অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগের সত্যতা পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। সেটির ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।”

 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!