• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

সার্ক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে জাবি ছাত্র ইউনিয়নের সংহতি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৫:৫৩ পিএম
সার্ক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে জাবি ছাত্র ইউনিয়নের সংহতি

দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ বাড়ানোসহ বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

রোববার (৪ ডিসেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়াসহ বহিস্কৃত শিক্ষার্থীদের পুনর্বহালের দাবি জানান।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, “সার্ক বিশ্ববিদ্যালয় কোনো দেশের শিক্ষার্থীদের একার নয়। এখানে সকলের সমান সুযোগ থাকা উচিত। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগ নেই। এখানে শিক্ষার্থীরা যখন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে। তাদের যৌক্তিক দাবিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমর্থন না করে ৫ জনকে বহিষ্কার করেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ এই ঘটনায় ভীষণ উদ্বিগ্ন। আমরা তাদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছি।”

এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব, সাধারণ সম্পাদক অমর্ত্য রায়, সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন প্রমূখ উপস্থিত ছিলেন।

গত ১৩ অক্টোবর থেকে মেধা বৃত্তি বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার কাজে প্রতিনিধিত্বের জন্য আন্দোলন শুরু করে সার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ৪ নভেম্বর আন্দোলনে অংশ নেওয়ায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশের এক শিক্ষার্থীসহ পাঁচজনকে বহিষ্কার করে। পরে শিক্ষার্থীরা বহিষ্কৃতদের পুনর্বহালসহ বৃত্তির পরিমাণ বাড়ানো এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Link copied!