• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

শাবিতে দ্বিতীয় ধাপে সাংগঠনিক সপ্তাহ শুরু


শাবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৩:৪৬ পিএম
শাবিতে দ্বিতীয় ধাপে সাংগঠনিক সপ্তাহ শুরু
ছবি: সংবাদ প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন সদস্য সংগ্রহে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা চর্চা বিষয়ক স্বেচ্ছাসেবী ও ক্যারিয়ারভিত্তিক মোট ১৩টি সংগঠনের দ্বিতীয় ধাপে ‘সাংগঠনিক সপ্তাহ’ শুরু হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ সাংগঠনিক সপ্তাহ শুরু হয়।

সংগঠনগুলো হল, ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার ক্লাব, ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব, সাস্ট মডেল ইউএন অ্যাসোসিয়েশন ও গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট, পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি, বিজ্ঞান বিষয়ক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনা ও বাইনারি সাস্ট, খেলাধুলা বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট, স্বপ্নোত্থান ও কিন, স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন ও ভ্রমণ বিষয়ক সংগঠন টুরিস্ট ক্লাব সাস্ট।

এ বিষয়ে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার ক্লাবের সভাপতি আমানুর রহমান বলেন, “সাংগঠনিক সপ্তাহ সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে সংগঠনগুলো নবীন সদস্য পেয়ে নতুন আমেজে সংগঠনের কাজকে উজ্জীবিত করে।” 

Link copied!