• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

বৃত্তি নিয়ে অধ্যয়নের সুযোগ যুক্তরাজ্যে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০১:৪০ পিএম
বৃত্তি নিয়ে অধ্যয়নের সুযোগ যুক্তরাজ্যে
ছবি: সংগৃহীত

ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের যৌথ উদ্যোগে গড়ে উঠা কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ স্কিমের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। এক বছরের এই বৃত্তি পাবেন কমনওয়েলথভুক্ত দেশের  নির্বাচিত শিক্ষার্থীরা। আবেদন চলছে।

আবেদনের যোগ্যতা
কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে
২০২৪ সালের সেপ্টেম্বর সেশনে যুক্তরাজ্যে লেখাপড়া শুরু করার সক্ষমতা থাকতে হবে
উচ্চ আয়ের দেশগুলোতে এক বছর বা তার বেশি লেখাপড়া অথবা কাজ করলে এ স্কলারশিপে আবেদন করা যাবে না
যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপ ছাড়া লেখাপড়া করার সামর্থ্য থাকা যাবে না

প্রয়োজনীয় সব ডকুমেন্ট নির্ধারিত ফরম্যাটে (যদি থাকে) জমা দিতে হবে।

শিক্ষার্থী নির্বাচনের পদ্ধতি
একাডেমিক যোগ্যতা
গবেষণা প্রস্তাবের গুণমান
প্রার্থীর দেশের উন্নয়নে সম্ভাব্য প্রভাব

একাধিক কোর্স অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। তবে কেবল একটির জন্যই বৃত্তি পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।

আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়
১৪ ডিসেম্বর ২০২৩

Link copied!