• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১০:০৫ এএম
একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন শুরু

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন। ১৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে একাদশে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বুধবার (৭ ডিসেম্বর) জারি করা একাদশ শ্রেণির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির নীতিমালায় জানানো হয়, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশে ভর্তি করা হবে। ভর্তির জন্য কোনও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের আবেদন ফি ১৫০ টাকা। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীকে ৩২৮ টাকা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে  ৩১ ডিসেম্বর। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত।

আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি ভর্তির প্রক্রিয়া চলবে। বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। 

 

Link copied!