• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

এসএসসিতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ১১:৫৪ এএম
এসএসসিতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “গুজব রটালে কঠোর শাস্তি দেওয়া হবে। এ ছাড়া সোশ্যাল মিডিয়া স্ট্রংলি মনিটরিং হচ্ছে।”

রোববার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “গতবার যে কয়েকটি স্থানে ভুল হয়েছে, তাদের সেই ভুলের কড়া মাশুল দিতে হয়েছে। অতএব আশা করি কেন্দ্রগুলোতে যারা দায়িত্বে থাকেন, ভুল যেন কোনোভাবে না হয়, সেদিকে খুবই সচেতন থাকবেন।”

নতুন কারিকুলামের সংশোধনী চার মাস পর দেওয়ায় শিক্ষার্থীর ওপর কোনো প্রভাব পড়বে কিনা—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “না, একবারে দেরি হয়নি। সংশোধনী কিন্তু সারা বই জুড়ে এমনটা নয়। কোনো কোনো বিশেষ বিশেষ বিষয় ছিল, আমার সেই বিষয়গুলোকে বলেছি একটু পরে পড়াতে। আর অন্যগুলো কিন্তু পোড়ানো চলছিলই। এবার যেহেতু পড়ার ধরন একটু ভিন্ন কাজেই কোনো অসুবিধা হবে না।”

 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!