• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শাবিতে নৃবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান মুখলেসুর রহমান


শাবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৪:১৬ পিএম
শাবিতে নৃবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান মুখলেসুর রহমান
অধ্যাপক মুখলেসুর রহমান। ছবি : প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুখলেসুর রহমান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

অফিস আদেশে বলা হয়, নৃবিজ্ঞান বিভাগের বিভাগের প্রধান হিসেবে অধ্যাপক মোখলেসুর রহমানকে বিশ্ববিদ্যালয় আইনের ২৯(২) এবং প্রথম সংবিধির ৪(২) ধারা অনুসারে নিযুক্ত করা হলো। পরবর্তী ৩ বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে জানানো হয়।

দায়িত্ব পেয়ে মুখলেসুর রহমান বলেন, “বিভাগের স্বার্থে কাজ করতে চাই।  এতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি।”

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করছেন অধ্যাপক মুখলেসুর রহমান।

Link copied!