বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় বৃষ্টির মধ্যেই শুরু হয় এই অনশন কর্মসূচি। এর আগে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
দেলোয়ার হোসেন জানান, পদযাত্রা স্থগিত হলেও সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে লাগাতার সর্বাত্মক কর্মবিরতি চলবে। আন্দোলনকারী শিক্ষকরা সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে বৈঠক করেন।
আলোচনা শেষে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, বিগত সময়ে দীপু মনি এবং নওফেল যে পথে হেঁটেছেন, ঠিক এই পথেই আবরার সাহেব হাঁটা শুরু করেছেন। কথা বলার প্রয়োজন হলে শহীদ মিনারে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে করবেন, কিন্তু আপনি তাদের সঙ্গে কথা না বলে অবসরপ্রাপ্ত শিক্ষক নেতার সঙ্গে আগে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুরোধ এসেছে, যমুনার দিকে পদযাত্রা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সুযোগসন্ধানী ও ষড়যন্ত্রকারীরা আন্দোলনে প্রবেশ করে পরিস্থিতি ভিন্ন দিকে নিতে পারে। তাই আমরা আপাতত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’
নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘আমাদের নতুন কর্মসূচি হলো ২৪ ঘণ্টা লাগাতার অবস্থান অব্যাহত থাকবে এবং শুক্রবার দুপুর ২টা থেকে অনশন শুরু হবে। এরপরও যদি সরকারের বোধোদয় না হয়, আমরা আমরণ অনশনে যাবো।’
তিনি আরও বলেন, ‘যদি সরকারের কোনো দয়া না হয় বা সাড়া না আসে, তাহলে আমরা এখানেই আমরণ অনশনে মৃত্যুবরণ করব।’