• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫
ফারদিন হত্যা

‘মিডিয়া ট্রায়ালে বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হবে’


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৫:২০ পিএম
‘মিডিয়া ট্রায়ালে বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হবে’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডে বিচার কার্যক্রম যদি বাধাগ্রস্ত হয়, সেটি মিডিয়া ট্রায়ালের কারণে হবে বলে মন্তব্য করেছেন ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন।

তিনি বলেছেন, “দেশের তদন্তকাজে নিয়োজিত সংস্থাগুলোর ওপর আমার আস্থা রয়েছে। আর বিচার কার্যক্রম যদি বাধাগ্রস্ত হয়, সেটি মিডিয়া ট্রায়ালের কারণে হবে। কারণ, এ পর্যন্ত ফারদিন হত্যাকাণ্ডে কোনো প্রকারের নির্ভরযোগ্য তথ্য ছাড়াই জঙ্গি, মাদক, মাদক স্পটে গিয়েছে এগুলো মিডিয়াতে প্রথম ব্যবহার হয়েছে।”

সোমবার (১৪ নভেম্বর) বুয়েটের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে কাজী নূর উদ্দিন বলেন, “আমার ছেলে যেমন, যাকে অভিযুক্ত করেছি সে-ও তেমন। কেউ যেন ক্ষতির সম্মুখীন বা মিডিয়া ট্রায়ালের শিকার না হয়। এর বিচারিক কার্যক্রম যেন অন্য খাতে প্রবাহিত না হয়। এর আগে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার সঙ্গে ফারদিনের বিষয়টি এক করে শিপমেন্ট দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে কাভারেজ দেবেন না।”

অন্য কাউকে সন্দেহ করছেন কি না জানতে চাইলে ফারদিনের বাবা বলেন, “আমার যা সন্দেহ করার তা তো ওখানেই (মামলা) বলেছি।”

এর আগে, মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা আস্থাশীল আছি। আমরা বিশ্বাস করি ফারদিন হত্যার তদন্ত গুরুত্বসহকারে দেখা হবে। দ্রুত সময়ে তদন্ত শেষ করে অপরাধীরা আইনের আওতায় আসবে।”

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর বনানি ঘাট থেকে নিখোঁজ ফারদিন নুর পলাশ নামে ওই বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহ উদ্ধারের পর তার মাথায় ও বুকে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। এতে প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাকে হত্যা করা হয়েছে।

Link copied!