• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবির প্রশাসনিক ভবনে তালা


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৯:১৯ পিএম
স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবির প্রশাসনিক ভবনে তালা

স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় প্রশাসন ভবন তালাবদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাসে তালা খুলে দেন তারা।

আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে আন্দোলন করেন। এ সময় ‘জবি যখন স্বাধীন, ইবি কেন পরাধীন’, ‘সাস্ট যখন স্বাধীন, ইবি কেন পরাধীন’, ‘খুবি যখন বাহিরে, ইবি কেনো গুচ্ছে’সহ নানা স্লোগান দেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী। এ সময় তিনি রোববার উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাসে দিলে প্রায় দেড় ঘণ্টা পর ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “উপাচার্য এখন ক্যাম্পাসে নেই। তিনি আজকে আসবেন এবং আগামীকাল বিকেল ৩টায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসে গুচ্ছে থাকা না থাকার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।”

Link copied!