• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

আগামী বছরের এসএসসির ফরম পূরণ শেষ আজই, ফি কাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ১২:০৬ পিএম
আগামী বছরের এসএসসির ফরম পূরণ শেষ আজই, ফি কাল

বিলম্ব ফিসহ রোববার (১৯ নভেম্বর) শেষ হচ্ছে আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ। ফি জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।

আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল। প্রথম দফায় সময় বাড়ানো হয় ৯ নভেম্বর পর্যন্ত। পরে আবার সময় বাড়িয়ে ১৯ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। সেই হিসেবে আজ পর্যন্ত এসএসসির ফরম পূরণ করা যাব।

এ দিকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪০ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ২ হাজার ২০ টাকা।

সম্ভাব্য সময় অনুযায়ী আগামী বছরের (২০২৪ সাল) এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে । তবে এবার এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী।

 

Link copied!