বিলম্ব ফিসহ রোববার (১৯ নভেম্বর) শেষ হচ্ছে আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ। ফি জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।
আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল। প্রথম দফায় সময় বাড়ানো হয় ৯ নভেম্বর পর্যন্ত। পরে আবার সময় বাড়িয়ে ১৯ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। সেই হিসেবে আজ পর্যন্ত এসএসসির ফরম পূরণ করা যাব।
এ দিকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪০ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ২ হাজার ২০ টাকা।
সম্ভাব্য সময় অনুযায়ী আগামী বছরের (২০২৪ সাল) এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে । তবে এবার এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী।