• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র রাবি, আহত দুই শতাধিক


রাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৮:১৯ পিএম
স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র রাবি,  আহত দুই শতাধিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে কয়েকজন শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, শনিবার রাবির একজন শিক্ষার্থী বাসে করে বগুড়া থেকে নিজের ক্যাম্পাসে ফিরছিলেন। এসময় সিটে বসাকে কেন্দ্র করে বাসের কন্ডাক্টরের সঙ্গে তার তর্ক হয়। বাসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে আসলে ওই ছাত্রের সঙ্গে কন্ডাক্টর আবার তর্ক জড়ান।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনাস্থলে জড়ো হয়ে এর প্রতিবাদ করেন। এসময় স্থানীয় এক ব্যক্তি এসে ছাত্রদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে উভয়পক্ষে সংষর্ষ শুরু হয়। স্থানীয়রা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবোরধ করে রেখেছেন। স্থানীয়দের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম দাবি করেছেন, সংঘর্ষে আহত শিক্ষার্থীর সংখ্যা ২০০ এর বেশি। আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন, সংঘর্ষের ৩ ঘণ্টা পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেনি পুলিশ। ঘটনাস্থলে এখনও পুলিশের দেখা পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের বাইরে থেকে স্থানীয়রা এখনও ইট-পাটকেল ছুড়ছে। অন্যদিকে শিক্ষার্থীরাও ক্যাম্পাসের ভেতর পাল্টা অবস্থান নিয়েছেন।

ক্ষুব্ধ জনতা বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছেন। আগুন বাজারে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। পেট্রোলবোমাও নিক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

এদিকে স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীরা পেট্রোলবোমা, ককটেল নিক্ষেপ করছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রোববার ও সোমবার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এ ঘটনায় বিনোদপুর গ্রামে ৫ প্লাটুন বিজিবি নামানো হচ্ছে।

Link copied!