• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ঢাবিতে মোড়ে মোড়ে ছাত্রলীগের অবস্থান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ১২:৪২ পিএম
ঢাবিতে মোড়ে মোড়ে ছাত্রলীগের অবস্থান

রাজধানীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিএনপি-ছাত্রদলের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, মধুর ক্যান্টিন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), দোয়েল চত্বর, পলাশী মোড়, শহীদ মিনার প্রাঙ্গণ, শাহবাগ, ঢাকা মেডিকেল কলেজ এলাকা ও নীলক্ষেত পয়েন্টসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

ঢাবি ছাত্রলীগের একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাসে বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা রুখতে নেতাদের নির্দেশে ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন তারা।

ঢাবির মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান সোহান বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছি। স্বাধীনতাবিরোধী কোনো চক্র মাথা চাড়া দিয়ে যদি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেব।”

একই হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেন, “সমাবেশকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীর মধ্যে একধরনের ভয় কাজ করছে। ঢাবির সাধারণ শিক্ষার্থীরা কেউ আগুন সন্ত্রাসী চায় না, কেউ পঙ্গু হয়ে পরিবারের কাছে বোঝা হয়ে থাকতে চায় না। আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে ঢাবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আজকের অবস্থান।”

ঢাবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, “জ্বালাও পোড়াও রাজনীতি অনেক হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসমুক্ত ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীর পাশে থাকবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!