• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

টিউশনির কথা বলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৩:২২ পিএম
টিউশনির কথা বলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা
অভিযুক্ত আলমগীর হোসেন

টিউশনির কথা বলে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আলমগীর হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শহরের নবিনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলমগীর হোসেন একজন আইনজীবী ও স্থানীয় ঘোনাপাড়া মোড়ের একটি রেস্টুরেন্টের পরিচালক।

জানা গেছে, আলমগীর দীর্ঘদিন ধরে তার সন্তানকে পড়ানোর জন্য ওই ছাত্রীকে তার বাসায় আসতে বলতেন। শুক্রবার বিকেলে ওই ছাত্রী আলমগীরের বাসায় গেলে তাকে একাধিকবার ধর্ষণচেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন চলে আসেন। পরে তার বন্ধুদের ফোন করা হলে তারা এসে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, “তার সঙ্গে আমার প্রায় সময়ই টিউশনির বিষয়ে কথা হতো। কিন্তু আমাকে ফাঁসানোর জন্য এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।”  

এ ঘটনায় ওই দিন মধ্যরাতে রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের পক্ষে ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে মামলা করেন।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, “এ বিষয়ে শুক্রবার রাতে একটি মামলা হয়েছে।  অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” 

Link copied!