• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ইবিতে ‘ঢাকায় নারী সহিংসতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৮:১২ পিএম
ইবিতে ‘ঢাকায় নারী সহিংসতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতা: একটি সামাজিক-আইনি গবেষণা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় আইন বিভাগ মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের আইন অনুষদের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। অধ্যাপক ড. রেবা মন্ডলের তত্ত্বাবধানে অনুষ্ঠানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ফেলো মো. আব্দুল আজিজ মিয়া।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. আনিসুর রহমান এবং সহযোগী অধ্যাপক ড. এম আব্দুল করিম খান।

এ সময় লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম লুৎফর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহিদা আখতারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জনেরও বেশি শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সেমিনারে গবেষক ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রভাব এবং সহিংসতা মোকাবিলার নীতির ওপর আলোকপাত করেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!