• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে ঢাবি শিক্ষকরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০১:০৫ পিএম
চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে ঢাবি শিক্ষকরা

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতিতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। একইসঙ্গে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (৪ জুলাই)  বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন কর্মবিরতিতে থাকা শিক্ষকরা। 

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ কর্মসূচির ডাক দেয়।  

এদিকে ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া আজ সকালে জানিয়েছেন, শিক্ষক নেতাদের সঙ্গে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। 

শিক্ষকরা জানান, “আজকের এই আন্দোলন আমাদের জন্য না। এটা ভবিষ্যতে যারা শিক্ষকতায় আসবে তাদের জন্য। এখানে বৈষম্য করা মোটেই ঠিক হয়নি। আমরা চাই প্রত্যয় স্কিম বাতিল করা হোক।”

শিক্ষকরা আরও জানান, “মিডিয়াসহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অর্থমন্ত্রী বলেছেন আমাদের দাবি না কি অযৌক্তিক। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের দাবি অযৌক্তিক নয়। আমাদের সঙ্গে বসুন আলোচনা করুন, আমরা আমাদের কথাগুলো যুক্তি দিয়ে বোঝালে সরকারে প্রতিনিধিরা হয়ত বুঝবে। কর্মবিরতির দাবিগুলো মেনে নেওয়া না হলে লাগাতার কর্মবিরতি চলবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!