জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হয়েছেন ঢাকার তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. মো. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর ২০(১) না ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিল কর্তৃক আপনি ২ বছর মেয়াদে সিনেটের সদস্য মনোনীত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি, আপনার প্রাজ্ঞ ও পরামর্শে জাতীয় বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটর মনোনীত হওয়ায় অধ্যক্ষ ড. মো. হারুন-অর-রশিদ বলেন, “এটি তেজগাঁও কলেজের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। একইসঙ্গে অনেক বড় একটি দায়িত্ব। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করব। সেইজন্য সকলের সহযোগিতা প্রত্যাশী।”
এদিকে অধ্যক্ষ ড. মো. হারুন-অর-রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হওয়ায় তেজগাঁও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ বিরাজ করছে। এর আগে তিনি অধ্যক্ষ ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন।
অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ১৭তম বিসিএস (শিক্ষা ক্যাডার) ও ১৮তম বিসিএস (ফ্যামিলি প্লানিং ক্যাডার)-এ যোগদান করেন। পরবর্তীতে ২০০০ সালে তিনি তেজগাঁও কলেজে প্রভাষক, ২০১৪ সালে উপাধ্যক্ষ এবং ২০২২ সাল থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।





































