মরক্কো সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের বৃত্তি দিচ্ছে। এ শিক্ষাবৃত্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বৃত্তির বিষয়ে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের শেষ সময় ১৫ মে। আগ্রহী প্রার্থীদের মরক্কো সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। এ ছাড়া বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের লিংকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদন ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনাকক্ষে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে। খামের ওপর প্রেরক, প্রাপক, ID/Tracking Number এবং প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে। হার্ড কপি মন্ত্রণালয়ে জমার শেষ দিন ১৬ মে বেলা সাড়ে ৩টা।
কোনও প্রার্থী একাধিক প্রোগ্রামে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আন্ডারগ্র্যাজুয়েট/ মাস্টার্স/ ডক্টরাল যেকোনও একটি প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে। এ ছাড়া পূরণ করা তথ্য ছক ও ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য সার্টিফিকেট/ নম্বরপত্র ও অন্যান্য যাবতীয় ডকুমেন্টের হার্ড কপি এবং পুলিশ ক্লিয়ারেন্সের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে কোনও আবেদন বিবেচনা করা হবে না। অনলাইনে ফরম পূরণ-সম্পর্কিত কোনও সমস্যার জন্য [email protected] ঠিকানায় মেইল করা যাবে।
কোর্সসমূহ
আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি
ভাষাগত যোগ্যতা
- প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আরবি ও ফরাসি ভাষার ওপর গুরুত্ব দেওয়া হবে।
- সায়েন্স, টেকনিক্যাল ও ইকোনমিক ফিল্ডে পড়তে হলে শিক্ষার্থীদের ফরাসি ভাষা জানতে হবে। উল্লিখিত বিষয়গুলো ফরাসি ভাষায় পড়ানো হয়।
- আরবি ভাষা সাহিত্য এবং ইসলামিক স্টাডিজ আরবিতে পড়ানো হয়। এসব বিষয়ে পড়তে চাইলে প্রার্থীকে আরবি ভাষা জানতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র-
আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ (ইংরেজিতে) দুই সেট আবেদন দাখিল করতে হবে। যেসব কাগজপত্র লাগবে-
       সব পরীক্ষার সত্যায়িত সার্টিফিকেট ও নম্বরপত্র
       জন্মসনদ
       পাসপোর্টের ফটোকপি
       মেডিকেল সার্টিফিকেট
        জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
        স্টাডি প্রোগ্রাম ও রিসার্চ পেপার অথবা থিসিস (গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য)।
        খসড়া থিসিস (ডক্টরেট প্রার্থীদের জন্য)।
        সম্প্রতি তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন পদ্ধতি 
আগ্রহী প্রার্থীদের মরক্কো সরকারের এই ওয়েবসাইট বা ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। এসব ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। পরে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের লিংকে আবেদন করতে হবে। আবেদনপত্রের হার্ড কপি ও অন্যান্য কাগজপত্র  সচিবালয়ে অফিস চলাকালে ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনাকক্ষে জমা দিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন লিংকে আবেদনের শেষ সময়
১৫ মে ২০২৪, বিকেল ৪টা।
আবেদনের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ
১৬ মে ২০২৪, বেলা ৩টা ৩০ মিনিট।
 
                
              
-20240506125049.jpg) 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



































