জাবিতে ‘গল্পে গল্পে বঙ্গবন্ধু’ আয়োজন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৭:৪০ পিএম
জাবিতে ‘গল্পে গল্পে বঙ্গবন্ধু’ আয়োজন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শিশুদের নিয়ে ‘গল্পে গল্পে বঙ্গবন্ধু’ আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ও তরী’র উপদেষ্টা ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা সোনার শিশুরা পড়াশোনা করবে, ন্যায়ের পথে থাকবে, পিতা-মাতার সেবা করবে। তাহলে তোমাদের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার দেশ গড়ে উঠবে।”

অনুষ্ঠানের উদ্যোক্তা আশেক মাহমুদ সোহান বলেন, “বঙ্গবন্ধু শৈশব কাল থেকেই সৎ ছিলেন। অন্যের উপকার করতেন। আমাদের বঙ্গবন্ধুর সেই আদর্শকে নিয়েই ভালো মানুষ হতে হবে।”

অনুষ্ঠানে তরী’র সাধারণ সম্পাদক রিসান হাবিব বলেন, “‍‍`আমাদের ইতিহাসের অনেক কিছুই শিশু-কিশোরদের অজানা। শিশু-কিশোরদের আমাদের ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোর সম্পর্কে গল্পচ্ছলে জানানোই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।” 

Link copied!