• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

১ জানুয়ারিতেই বই উৎসব হবে : শিক্ষামন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ১১:৩২ এএম
১ জানুয়ারিতেই বই উৎসব হবে : শিক্ষামন্ত্রী
নতুন বই হাতে শিশুদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবারও বছরের প্রথম দিনেই অর্থাৎ ১ জানুয়ারি বই উৎসব হবে বলে জানিছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বই উৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের কদমতলায় নিজ বাসবভনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘আগামী জানুয়ারি মাসের ১ তারিখেই আমাদের বই উৎসব হবে। উৎসব করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

করোনার কারণে ২০২১,২০২২ সালে বই উৎসব করতে না পারলেও গত বছর থেকে আবারও ১ জানুয়ারিতেই বই উৎসব করছে শিক্ষা মন্ত্রণালয়। এই দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!