• ঢাকা
  • সোমবার, ২৬ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ জ্বিলকদ ১৪৪৬

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৯:১৬ পিএম
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৪ জুলাই থেকে শুরু হয়ে এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৩ অগাস্ট পর্যন্ত চলবে। ১০ থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কমিশন জানিয়েছে- পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

Link copied!