জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৩ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের রাজা-রানি নির্বাচন আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সোয়া চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আয়োজকরা।
এ সময় তারা বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওইদিন ভোট গণনার পরে নির্বাচনের চূড়ান্ত ফলাফল তথা রাজা ও রানির নাম ঘোষণা করা হবে।
নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন ১৫ জানুয়ারি থেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে।
চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে ২০ জানুয়ারি। ওই দিন সন্ধ্যায় জাকসু ভবন প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত প্রার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা ২১ জানুয়ারি সকাল ১০ হতে ৮ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ টা পর্যন্ত নিজেদের পক্ষে প্রচারণা চালাতে পারবেন। উক্ত সময়ের পর থেকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সকল প্রকার সভা, মাইকিং, স্লোগান, মিছিল, পোস্টারিং ইত্যাদি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইতে পারবেন।