রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার গভীর রাতে ফেসবুক পোস্টে পরীক্ষা বাতিলের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ ছাড়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে শিক্ষা উপদেষ্টার বরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে পরীক্ষা স্থগিতের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সোমবার বেলা একটার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়। আহত হয়েছেন দেড় শতাধিক। 
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    -20251027102457.jpeg) 
                                                     
                                                    



































