ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল মোড়ে রাস্তার পাশ থেকে প্লাস্টিক ব্যাগে মোড়ানো একদিন বয়সী মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান। 
মাহমুদুল হাসান বলেন, “প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতকটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মাহমুদুল হাসান আরও বলেন, “ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরই ওই নবজাতকটিকে কে বা কারা ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



































