জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আবাসন শিক্ষার্থীদের আবাসন ভাতার দাবিতে রোববার (১২ জানুয়ারি) থেকে গণ-অনশনে বসেছেন শিক্ষার্থীরা। তার ধারাবাহিকতায় সোমবার (১৩ জানুয়ারি) ‘কমপ্লিট শাটডাউন’ (সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন) করেছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় মেইন গেটসহ সব গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সকাল থেকেই ক্যাম্পাসে আসতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। কিন্তু কোনো ক্লাস পরীক্ষায় বসেননি তারা। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অন্যান্য শিক্ষার্থীরাও। এ সময় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটসহ সব গেট এবং ক্যাম্পাসের সব বিল্ডিংয়ে তালা ঝুলিয়ে দেন সাধারণ শিক্ষার্থীরা।
অনশনরত শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয় সংস্কারের কাজ চলছে। যখন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, অনশন চালিয়ে যাব। আমাদের সঙ্গে এখন পর্যন্ত ওপর মহল থেকে যোগাযোগ করা হয়নি। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না আসছে, অনশন চালিয়ে যাব।”
এদিকে অনশন অবস্থায় ১৪ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়েন। যার মধ্যে ১০ জনের অবস্থার অবনতি দেখে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমাবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের ইসলামিক স্টাডিজ বিভাগের মাকসুদ নামের আরও এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।





































