• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

জাবিতে শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১০:৩৫ এএম
জাবিতে শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি করেছে গণঅভ্যূত্থান রক্ষা আন্দোলন। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন গণঅভ্যূত্থান রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ। 

এদিকে হলের নাম পরিবর্তন ছাড়াও ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ ও ১৭ জুলাইকে ‘শোক দিবস’ করার দাবি জানানো হয়।

এ ব্যাপারে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের সদস্য জান্নাত ঝলক  বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে কীভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে হল থাকে সেটা আমাদের বোধগম্য না। ফ্যাসিস্ট শেখ হাসিনার নাম পরিবর্তন করে এবং নতুন হল শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছি, উপাচার্য আমাদের দাবি বাস্তবায়নে সম্মতি দিয়েছেন।”

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশীদ জিতু বলেন, “১৫ জুলাই রাত জাহাঙ্গীরনগরের জন্য ভয়ঙ্কর একটি রাত ছিল। নিষিদ্ধ ছাত্রলীগ ওইরাতে নৃশংস হামলা চালিয়েছিল যা জাহাঙ্গীরনগরের ইতিহাসে বিরল। পাশাপাশি ১৭ পুলিশ যে হামলা করেছিল এবং সেই হামলায় জাবি শিক্ষার্থীরা আহত হয়েছিল অনেক। দুটি দিনকে স্মরণে রেখে আমরা জাবি উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি।”

এ বিষয়ে উপাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!