ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে এ কার্যক্রম চালায় সংগঠনটি।
এসময় ইবির সমন্বয়ক এস এম সুইট, নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানী, আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।
সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “বন্যার্তদের জন্য যখন কাপড় সংগ্রহ করা হয়, তখন অনেক কাপড় সংগ্রহ করা হয়েছিল। যেগুলোর প্রয়োজন পড়েনি। আমরা ভাবছিলাম কাপড়গুলো কীভাবে কাজে লাগানো যায়। সে জায়গা থেকে আমরা কাপড়গুলো বিক্রি করে দিয়ে সমমূল্যের প্রায় অর্ধশতাধিক কম্বল কিনতে পেরেছিলাম। সেই কম্বলগুলোই আজ ক্যাম্পাস নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক ভাই-বোনদের দেওয়া হয়েছে। যারা কাপড়গুলো দিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।”
সমন্বয়ক এস এম সুইট বলেন, “কুষ্টিয়া অঞ্চলে তুলনামূলক শীত বেশি থাকে। শীতে নির্মাণশ্রমিকরা কষ্ট করেন। অনেকদিন থেকেই আমরা ভাবছিলাম তাদের জন্য কিছু করতে। সেই চিন্তা থেকে আমাদের এই কার্যক্রম।”
উল্লেখ্য, গত আগস্টে আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জেলা ক্ষতিগ্রস্ত হয়। সেসময় বন্যার্তদের জন্য ত্রাণ হিসেবে পুরাতন কাপড় সংগ্রহ করে সংগঠনটি। পরে উদ্বৃত্ত কাপড়সমূহ বিক্রয় করে সমমূল্যের শীতবস্ত্র ক্রয় করে তা শীতার্ত নির্মাণ শ্রমিকদের মাঝে বিতরণ করেছে সংগঠনটি।






































