• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সেশনজট নিরসনে ঢাবির ছুটি বাতিল


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৯:০১ পিএম
সেশনজট নিরসনে ঢাবির ছুটি বাতিল

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় সম্ভাব্য সেশনজট নিরসন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে শরৎ ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। 

এই ছুটির মধ্যে শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, বুদ্ধিজীবী দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিনের ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেশনজট নিরসনে ২০২১-২২ শিক্ষাবর্ষের শরৎ ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে এসব ছুটির মধ্যে ১২ থেকে ১৫ অক্টোবর দুর্গাপূজা, ১৯ অক্টোবর লক্ষ্মীপূজা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিবসের ছুটি যথারীতি বহাল থাকবে।

২০২১-২২ শিক্ষাবর্ষে শরৎ ও শীতকালীন ছুটি হিসেবে মোট ২৭ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটির মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার দিন, লক্ষ্মীপূজা উপলক্ষে এক দিন, বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের দুদিন, বড়দিনের এক দিনসহ মোট আট দিনের ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ২৭ দিনের মধ্যে মোট ১৯ দিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Link copied!