• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

রাবি ছাত্রলীগের হল সম্মেলন ১৪ মার্চ


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০২:৫৮ পিএম
রাবি ছাত্রলীগের হল সম্মেলন ১৪ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

গোলাম কিবরিয়া বলেন, এর আগে ২০২০ সালে আমাদের হলগুলোর সম্মেলন হওয়ার কথা ছিল। এজন্য আমরা পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছিলাম। কিন্তু অনিবার্য কারণে সেই সময় হল সম্মেলন করা সম্ভব হয়নি। পরে করোনার কারণে দীর্ঘ সময় অতিক্রম করতে হলো। অনেক দিন থেকেই আমরা নতুন করে হল সম্মেলনের একটা সুনির্দিষ্ট তারিখ ঠিক করার চেষ্টা করছিলাম। সবশেষ আমাদের রাজশাহী মেয়র ও কেন্দ্রীয় ছাত্রলীগ যৌথভাবে আলোচনা করে এই তারিখ নির্ধারণ করে দিয়েছেন।

Link copied!