• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

কুবিতে নতুন ভিসি আব্দুল মঈনের যোগদান


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০১:১৯ পিএম
কুবিতে নতুন ভিসি আব্দুল মঈনের যোগদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি তার নিয়োগপত্রে স্বাক্ষর করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন।

নিয়োগপত্রে স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে ও শহীদ মিনারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ (মিজান-নাসির), বঙ্গবন্ধু পরিষদ (নন্দী-জুলহাস), শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।

Link copied!