• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ঢাবির আবাসন ও পরিবহন ফি মওকুফ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৬:০১ পিএম
ঢাবির আবাসন ও পরিবহন ফি মওকুফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন সংশ্লিষ্ট ফি মওকুফ করেছে ঢাবি প্রশাসন। 

বৃহস্পতিবার (১ জুলাই) রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের জন্য গত বছর ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের হল এবং পরিবহন ব্যবস্থাও বন্ধ ছিল। গত মাসে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হলে আবাসন ও পরিবহন ফি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করে। সেই দাবির প্রেক্ষিতে ঢাবি প্রশাসন আবাসন ও পরিবহন ফি বাতিল করছে।

ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) ড. সামাদ বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমরা মেনে নিয়েছি। যতদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ততদিন আবাসন ও পরিবহন ফি বহন করতে হবে না শিক্ষার্থীদের। ইতোমধ্যে যারা ফি প্রদান করেছে পরবর্তীতে এটির সমন্বয় করা হবে।”

Link copied!