• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

জবি কেন্দ্রে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৫:৪৮ পিএম
জবি কেন্দ্রে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রথমবারের মতো দেশের ২০টি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ২২ কেন্দ্রে ভর্তি পরীক্ষার আয়োজন করেছে।

রোববার ছিল মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এদিন পরীক্ষা বেলা ১২টা থেকে শুরু হয়ে শেষ হয় দুপুর ১টা পর্যন্ত। এতে অর্ধ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই ইউনিটে আবেদন করেছেন ৬৭ হাজার ১১৭ জন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর জানিয়েছেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের ২২ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শেষ হবে ভর্তি পরীক্ষা। এদিন হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা।

এর আগে গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ২০ অক্টোবর এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

Link copied!