• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

চোখে কাপড় বেঁধে চবি শিক্ষকের প্রতিবাদ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০২:৩৯ পিএম
চোখে কাপড় বেঁধে চবি শিক্ষকের প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চোখে কালো কাপড় বেঁধে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিকুর রহমান।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে এই প্রতিবাদ জানান তিনি।

অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “আমি চোখে কালো কাপড় বেঁধে ১০টা থেকে ১টা পর্যন্ত জয় বাংলা ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছি। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের জানমাল, ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার প্রতিবাদ জানিয়েছি।” 

আমি একই সাথে সরকারের কাছে দাবি জানাই যারা এ দেশের নাগরিক, এদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রয়েছে তাদের ওপর হামলাকারীর উপযুক্ত শাস্তি দেয়া হোক।


 

Link copied!