টানা তিন দিন ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসে পড়েছে। শুক্রবার (৩০ জুলাই) ভোরে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া জানান, পাহাড় ধসের ফলে মোট ৫টি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে তিনটি পুরোপুরি ভেঙে গেছে এবং দুটি খুঁটি রাস্তার দিকে হেলে পড়েছে।
তিনি আরও জানান, পাহাড়ের ওপর থেকে অনেক মাটি ধসে একটি গাছ রাস্তার উপর হেলে পড়েছে এবং মাটি ধসের ফলে রাস্তাটি পুরোপুরি ব্লক হয়ে গেছে। তাই রাস্তাটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
বিদ্যুতের পিলারগুলো সরানোর কাজ চলছে। আজকের মধ্যে স্বাভাবিক হয়ে যেতে পারে বলে জানান তিনি।